পড়াশোনায় মনোযোগ দেওয়ার ১২ টিপ সম্পর্কে আলোচনা

 


 শিক্ষা এমন একটা আলো যে আলো ছাড়া সবকিছুই অন্ধকার আজকে আমাদের আলোচনা  পড়াশোনা নিয়ে      কিভাবে পড়াশোনায় মনোযোগ দেওয়া যায় এই সম্পর্কে কিছু কথা আজকের এই আর্টিকেলে তুলে ধরব |


যারা পড়াশোনায় অমনোযোগী বা পড়াশোনা করতে ভালো লাগেনা এর এই আর্টিকেলটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন তাহলে আমরা দেরি না করে আমাদের  বিষয়টি নিয়ে আলোচনা শুরু  করি |

পোস্ট সূচিপত্র:

 ভূমিকা

 প্রিয় পাঠক, আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে পড়াশোনায় মনোযোগের 12 টি টিপস নিয়ে আলোচনা আপনারা যারা জানেন না তাদের জন্য আজকের আর্টিকেলটি আমরা  আপনাদের সামনে তুলে ধরেছি। জানতে হলে এই পোস্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ |

পড়াশোনায় মনোযোগের ১২ টিপস

আজকের এই পোস্টে আমরা আপনাদের সামনে তুলে ধরব পড়াশোনায় মনোযোগ দেওয়ার ব্যাপারে বারোটি টিপস এ বিষয়ে জানতে হলে এই পোস্টটির শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আশা করছি। চলুন আর দেরি না করে কাঙ্খিত বিষয়টি  আপনাদের সঙ্গে শেয়ার করুন |


আমরা সকলেই জানি শিক্ষাই জাতির বিবেচনা শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পৌঁছতে পারে | আজকে সবখানে শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম আমরা যদি দেখতে যাই তাহলে দুনিয়ার সকল বিষয়ে শিক্ষার প্রয়োজন। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো অক্ষর জ্ঞান শিক্ষা করা | যদি মানুষের মধ্যে অক্ষরজ্ঞান শিক্ষা না থাকলে তাহলে মানুষ হয়ে যাবে অন্ধ | এ অন্ধকে বলা হয় চুপ থাকতে অন্ধ অর্থাৎ চোখ দিয়ে দেখতে পারবে কিন্তু পড়তে পারবে না তাহলে সেই চোখ থাকার চাইতে না থাকাই ভালো | এজন্য আমাদেরকে অক্ষরজ্ঞান শিক্ষা করতে হবে |


আজকের এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পড়াশোনায় মনোযোগ দেওয়ার ১২ টি টিপস নিয়ে আলোচনা জানতে হলে আমাদের সাথে থাকুন|

 ছাত্রর লক্ষ্য নির্ধারণ

 আসুন আমরা এই পোষ্টের মাধ্যমে জেনে নিন ভালো ছাত্রের লক্ষ্য নির্ধারণ সম্পর্কে। পড়াশোনায় মনোযোগ নিয়ে আসতে হলে প্রথমে আমাদেরকে আমাদের লক্ষণ নির্ধারণ করতে হবে অর্থাৎ আমার সামনে যদি লক্ষ্য থাকে যে আমি পড়াশোনা করি কি হতে চাই বা পড়াশোনা করে আমি বড় কিছু হতে চাই  তাহলে আমার পড়াশোনার মধ্যে এমনিতেই চাহিদা আসবে কিন্তু যদি আমার কোন লক্ষ্যই না থাকে তাহলে  ভালো পড়াশোনা  করা সম্ভব না | যেমন ধরেন কেউ যদি কোন জায়গায় ঘুরতে যায় কিন্তু সে জায়গা নির্ধারণ না করে তাহলে সে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে সেরকমভাবে কেউ যদি ভালো পড়াশোনা করে কিছু হতে চাই তাহলে তাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে |

দোয়া পড়ে পড়তে বস

 দোয়া করে  পড়তে বসতে হবে এজন্য যে আল্লাহ তা'আলা আমাদেরকে ব্রেন বুদ্ধি দিয়েছে কাউকে কম দিয়েছে কাউকে বেশি দিয়েছে কিন্তু কেউ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবং আল্লাহ তায়ালা স্মরণ রেখে পড়াশোনা করে তাহলে তার পড়াশোনার ভিতরে বরকত দিবে |

বিসমিল্লাহ বলে পড়া শুরু করা

জিকির করা দোয়া করা |

রব্বি জিদনি ইলমা পড়া |

সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ |

 লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার |

আল্লাহ তায়ালার স্মরণ করা |


রুটিন অনুযায়ী পড়াশোনা

রুটিন অনুযায়ী লেখাপড়া করলে পড়াশোনা ভালো হয় কারণ রুটিন মাফিক পড়াশোনা করা পড়াশোনা মনে থাকা বা মুখস্ত হওয়া সহজ হয় আর রুটিন মাফিক না পড়লে পড়াশোনা ভালো হয় না মুখস্ত হয় না মনেও থাকে না লেখাপড়া করতে হলে লেখাপড়া করতে হবে এবং প্রতিদিন সময় মতো করতে হবে | প্রতিদিন লেখাপড়া করতে হবে টাইম বাই টাইম কমসেকম এক ঘন্টা লেখাপড়ার পর দশ মিনিট রেস্ট নিতে হবে |

খুবই সকালে পড়তে বসা

 খুবই সকালে পড়তে বসা বলতে গেলে বোঝাই আমরা যদি মুসলমান হয়ে থাকি তাহলে সকালবেলায় ফজরের নামাজ আদায় করে পড়তে বসা | কেননা সকালবেলার ব্রেন সতেজ থাকে এজন্য যে রাত্রের ঘুমের কারণে ব্রেনটা রেস্ট পাই যার কারণে ব্রেন সতেজ থাকে এজন্য ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে পড়তে বসা | পড়াশোনার জন্য ফজরের নামাজের পর এটা উপযুক্ত সময় | এবং সন্ধ্যার পরে পড়তে বসা উপযুক্ত সময় রাত্রে দেরি করে পড়তে বসা ঠিক না রাত্রের শুরু অংশে পড়াশোনা শেষ করে ফেলা এবং আগে আগে ঘুমিয়ে পর |


টাইম মাফিক ঘুমানো

 পড়াশোনা করার জন্য টাইম মাফিক ঘুমানো অর্থাৎ সাত থেকে আট ঘন্টা একজন ছাত্রকে ঘুমাইতে হবে তাহলে তার ব্রেনটা সতেজ থাকবে যদি ঘুম না হয় তাহলে ব্রেন এরপর প্রেসার পড়বে এবং তার ব্রেন সতেজের জায়গায় মাথা ব্যথা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যার কারণে তার পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে | এইজন্য একজন ছাত্রকে টাইম মাফিক সাত থেকে আট ঘন্টা ঘুমাইতে হবে  তাতে ব্রেন সতেজ থাকবে |

নিরিবিলি ঘরে পড়া

 একজন ছাত্রকে সুন্দর এবং ভালোভাবে পড়াশোনা করার জন্য পড়াশোনাটা মনে রাখার জন্য ব্রেনে ঢোকানোর জন্য একটি নিরিবিলিভার নিঃশব্দ  ঘরে পড়াশোনা করতে হবে। তাহলে সে পড়াশোনাটা তার কাজে লাগবে তার ব্রেনে ঢুকবে এবং মনে থাকবে | কিন্তু এক্ষেত্রে যদি নিরিবিলি ঘর না হয় খুবই আওয়াজ হয় চিৎকার চেঁচামেচি হয় সেক্ষেত্রে একজন ছাত্রের পড়াশোনায় ব্যাঘাত ঘট বে এই জন্য নিরিবিলি ঘর নির্বাচন করা |

পড়াশোনায় মনোযোগ দেওয়া

 একজন ছাত্রকে পড়াশোনা করতে হলে ভাল ছাত্র হতে হলে পড়াশোনায় মনোযোগ দেওয়া অতীব জরুরী | এজন্য পড়াশোনা করার সময় অন্য সমস্ত চিন্তা ভাবনা না করে পড়াশোনা নিয়ে চিন্তাভাবনা করা এবং নিজের মধ্যে এই অবস্থা সৃষ্টি করা যেভাবেই হোক আমাকে মনোযোগ নিয়ে আসতে হবে | এমনকি মনোযোগ চলে গেলেন পুনরায় পড়াশোনার মধ্যে মনোযোগ নিয়ে আসতে হবে অন্য কোন চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে রাখতে |

প্রতিদিন শরীর চর্চা 

 একজন ছাত্রকে প্রতিদিন শরীর চর্চা করতে হবে প্রত্যেকদিন যদি কমসেকম এক ঘন্টা গড়ে ব্যায়াম করে দূরঝাপ করে তাহলে একজন ছাত্রের শরীর এবং মন ভালো থাকবে আর শরীর আর মন ভালো থাকলে পড়াশোনার মধ্যে মনোযোগী আসবে পড়াশোনা করতে ভালো লাগবে চাহিদা হবে এজন্য প্রতিদিন ব্যায়াম করা বা শরীর চর্চা করা |

প্রতিদিন খেলাধুলা

 একজন ছাত্রকে কমসেকম প্রতিদিন খেলাধুলা করা ফুটবল ক্রিকেট হোক খেলাধুলা করলে মন সতেজ থাকে মন ভালো থাকে ব্রেন সতেজ হয় এজন্য প্রতিদিন বিকালে অন্তত  এক থেকে দুই ঘন্টা খেলাধুলা করা খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে মন ফুরফুরা থাকে যার কারণে পড়াশোনা করতে ভালো লাগে |

 সিনেমা বা মুভি দেখা

 একজন ছাত্রকে পড়াশোনায় মনোযোগ দিতে হলে ভালো ছাত্র হলো হতে হলে তাকে সিনেমা অথবা মুভি দেখা চলবে না এতে করে পড়াশুনায় মনোযোগ কম হবে মস্তিষ্কের মধ্যে পড়াশোনার পরিবর্তে মুভির বদ অভ্যাস মন মস্তিষ্কে ঢুকে গেল এজন্য মুভি দেখা বাদ দিতে হবে তবে শিক্ষনীয় জিনিস দেখা যেতে পারে বিভিন্ন টকশো অথবা তর্ক বিতর্কের প্রতিযোগিতা দেখলে একজন ছাত্রের মেধা বৃদ্ধি পাবে এবং সে সেখান থেকে শিক্ষা পাবে। কিন্তু  টেলিভিশন অথবা মুভি সিনেমা দেখা পরিহার করতে হবে |

এন্ড্রয়েড ফোন ব্যবহার

 একজন ছাত্রের কাছে এন্ড্রয়েড ফোন না থাকাই ভালো তাহলে পড়াশোনার মধ্যে ব্যাঘাত ঘটবে সে সব সময় এন্ড্রয়েড ফোন নিয়েই ব্যস্ত থাকবে | কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী দেখা যায় যে সব বয়সের মানুষের কাছে এন্ড্রয়েড ফোন এমনকি ছাত্রদের কাছেও অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায় | যার কারণে ছাত্ররা ফেসবুকে পড়ে থাকছে পড়াশোনা বাদ দিয়ে  এবং পড়াশোনায় ব্যাঘাত ঘটছে তাদের মেধার বিকাশ ঘটছে না ভালো ছাত্র হতে পারছে না |

 এজন্য আমাদেরকে সচেতন হতে হবে যারা বাবা মা আছে তারা যেন নিজেদের সন্তানদের হাতে ছাত্র অবস্থায় অ্যান্ড্রয়েড ফোন কিনে না দেয় অন্তত মাধ্যমিক পর্যন্ত | ফোন থাকলেও একটা বাটন ফোন থাকতে পারে |

সব সময় আড্ডাবাজি

 একজন ছাত্রকে ভালো পড়াশোনা করতে হলে এবং ভালো ছাত্র হতে হলে যখন তখন আড্ডাবাজি পড়াশোনা বাদ দিয়ে বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করা এগুলো বন্ধ রাখতে হবে | হ্যাঁ ঘুরাফেরা করা যাবে কিন্তু অবসর সময় ছুটির সময়গুলোতে কিন্তু পড়ার সময় বা ক্লাসের সময় সব সময় বন্ধুদের সঙ্গে আড্ডাবাজি করলে পড়াশোনার ভিতরে ব্যাঘাত ঘটবে সে ছাত্রটা ভালো ছাত্র হতে পারবেন এবং তার পড়াশোনা কখনো মনোযোগ আসবে না যার ফলে সে একজন ভালো ছাত্র হিসেবে গড়ে উঠতে পারবে | এজন্য আড্ডাবাজি বন্ধ করে পড়াশোনায় মনোযোগ দিতে হবে |

করার বিষয় মুখস্ত করা

পড়াশোনা উপরে মনোযোগ দিতে হলে বেশি বেশি পড়তে বসতে হবে এবং ক্লাসে যে পড়াগুলো দেয় সেগুলা মুখস্ত করার চেষ্টা করতে হবে বারবার চেষ্টা করতে হবে | এর জন্য বিভিন্ন উপায় অবলম্বন করতে হবে বিভিন্ন রকম চেষ্টা করে  যে বিষয়ে ক্লাসে পড়ায় সে পড়া মুখস্ত করতে হবে তুমি যত চেষ্টা করা হবে ব্রেন তত পরিষ্কার হবে | 


একটি উদাহরণ এখানে দেওয়া যায় যে লোহার চাকুতে ধার থাকে সেই চাকু যদি দীর্ঘদিন ফেলে রাখা হয় তাহলে চাকুতে ধার নষ্ট হয়ে যায় | অনুরূপ যদি মানুষ পড়াশোনা বাদ দিয়ে চেষ্টা বাদ দিয়ে বসে থাকে যে আমি পারছি না তো তাহলে তার ব্রেন অকেজো হয়ে যায় যেমন নাকি চাকুতে ধার দিলে চাকর ধার বাড়ে সেরকম একজন ছাত্র যদি বারবার চেষ্টা করে তারপর আরবি মুখস্ত করার জন্য তবে তার চেষ্টা বিফলে যায় না |


নিয়মিত ক্লাসের পড়া

নিয়মিত ক্লাসের পড়া তৈরি করে নিয়ে যাওয়া এবং ক্লাসের পড়া তৈরি করে ক্লাসে যাওয়া নিয়মিত ক্লাসের পড়া তৈরি করা ভালো ছাত্রের লক্ষণ মেধাবী ছাত্রের লক্ষণ এটার দ্বারা মেধা বিকাশ পায়  ব্রেন বুদ্ধি বাড়ে |

অন্যকে শেখানো

আপনি যদি ক্লাসের পড়া বা আপনার বইয়ের পড়া যদি আপনারই সহপাঠীকে শেখান বোঝান তাহলে আপনারই উপকার আপনি যদি আপনার সহপাঠীকে পড়া শিখান বোঝান তাহলে আপনারই পরা মুখস্ত হয়ে যাবে এবং আপনার মেধার বিকাশ তাকে শেখাতে গিয়ে বুঝাতে গিয়ে আপনি নিজে শিখে যাবেন এবং বুঝে যাবেন |

গুনাহ ছেড়ে দেওয়া

 বিভিন্নভাবে প্রমাণিত গুনহা করার দ্বারা ব্রেন বুদ্ধি লোভ পায় মেয়েরা শূন্যতা অভাব দেখা দেয়। এই জন্য গুনাহের কাজ পরিত্যাগ করতে হবে নেক কাজ করতে হবে  বেশি বেশি আল্লাহ তায়ালার কাছে দোয়া করতে হবে | এবং বিভিন্ন খারাপ পরিবেশ এবং গুনাহের পরিবেশ পরিত্যাগ করতে হবে | বিশেষ করে ফেসবুক ইউটিউব  মেসেঞ্জার ভিডিও থেকে যে সমস্ত গুনাগুলো ছাত্ররা করে থাকে সে সব গুনাহ পরিত্যাগ করা তাহলে ব্রেন বুদ্ধি বেড়ে যাবে | 

শেষ কথা

 পড়াশুনায় মনোযোগ দেওয়ার জন্য নিম্নলিখিত যে সমস্ত বিষয়গুলো আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের  সাথে আলোচনা করেছি এ বিষয়গুলো মনোযোগ দিয়ে পড়া এবং সেই অনুপাতেই চলা তাহলে একজন ছাত্র পড়াশুনার মধ্যে মনোযোগ আসার সম্ভব | পড়াশোনার মধ্যে মনোযোগ নিয়ে আসতে হলে আমাদেরকে এই বিষয়গুলো কি ফলো করতে হবে এবং এ থেকে উপকার অবশ্যই আমরা  পাবো |আমরা এই পোস্টটিকে যা জানলাম তা আমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমরা আমাদের আত্মীয়-স্বজনদের কাছে বেশি বেশি করে শেয়ার করব ধন্যবাদ | লেখার মধ্যে ভুল ত্রুটি হলে মাফ করবেন  মানুষ মাত্রই ভুল | 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url