উত্তম চরিত্রের কয়েকটি বৈশিষ্ট্য
আপনারা অনেকেই জানেন বৈশিষ্ট্য সম্পর্কে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো সব চরিত্রের বৈশিষ্ট্যের বিস্তারিত আলোচনা যারা জানেন না তাদের জন্য আজকের এই আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা যারা এই পোস্ট থেকে এ সম্পর্কে জেনেছেন তারা আপনাদের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করুন এবং তাদেরকে সুযোগ করে দিবেন এই বিষয়ে জানার জন্য তাহলে চলুন দেরি না করে আজকে আমরা আমাদের মূল বিষয় চলে যায় |
পোস্ট সূচিপত্র:সৎ চরিত্রের কয়েকটি বৈশিষ্ট্য
ভূমিকা
প্রিয় পাঠক, আসুন আমরা এই পোস্ট থেকে জেনে নিন সব চরিত্রের কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে। তারা যারা জানেন না তাদের জন্য আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ | দুনিয়াতে অনেক ধরনের মানুষ বসবাস করে এদের মধ্যে সব ধরনের ভালো-মন্দ দোষ গুণ নিয়েই মানুষ। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব সব চরিত্র কয়েকটি বৈশিষ্ট্য নিজে উল্লেখ করা হলো নিম্নরূপ |
সৎ ও সত্যবাদিতা
আসুন আমরা এই পোস্ট থেকে জেনে নিই সৎ ও সত্যবাদিতা সম্পর্কে কিছু কথা | সব সত্যবাদিতা নিয়ে আর কি বলবো সব ব্যক্তি আছে বলে আল্লাহতালা গোটা দুনিয়াকে টিকিয়ে রেখেছে | শরীয়তের পরিভাষায় ইসলামের সৎ ও সত্যবাদী তার বা সততার গুরুত্ব বা মূল্য অনেক বেশি |শরীয়ত আমাদেরকে ব্যবসা-বাণিজ্য লেনদেন ক্ষেত খামার মো আমেলা মোয়াশারা যাবতীয় ক্ষেত্রে সত্য কথা বলা এবং এর পরিবর্তে মিথ্যাকে করা হয়েছে হারাম কারণ মিথ্যাচার হল ধ্বংস ও বরবাদী ও ব্যর্থতার কারণ |
সর্বদা সদ্ব্যবহার
আসুন আমরা এই পোস্ট থেকে জেনে নিই সর্বদা সদ্ব্যবহার সম্পর্কে কিছু কথা | আমরা মুসলমান আমাদের ইসলাম ধর্মে সর্বদা সবার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ আল্লাহ তায়ালা দিয়েছেন আপন পর ছোট বড় মুসলিম অমুসলিম জাত বিশ্বে সবার সাথে ভালো ব্যবহার পাশাপাশি জীবজন্তু জানোয়ারদের সাথেও ভালো ব্যবহার আমাদের ইসলাম ধর্ম হুকুম রয়েছে | আমাদের নবী মুহাম্মদ রাসুলুল্লাহ সাঃ বলেন যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করেনা বড়দেরকে সম্মান করে না আর ওলামাদেরকে তাজিম করেন সে আমার উম্মতের মধ্যে | আর সদ্ব্যবহার পাওয়ার প্রথম উপযুক্ত হলো আমাদের মাতা পিতা | যে সন্তান তার মাতা পিতার সাথে ভালো ব্যবহার করে সে দুনিয়াতেও তাদের সুনজর |
আরো পরুন : পাপ কাজ বরজনের উপায়
পাবে যার ফলে তার দুনিয়া সুন্দর হবে এবং আখেরাতেও সে মুক্তি পাবে এজন্য বাবা মার সাথে সদসদ ব্যবহার করে তাদের মনে কখনো কষ্ট না তাদের প্রতিটা কথাকে ঠিকমত মান্য করা হয় মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত আর বাবা হলো উত্তম জান্নাত | এইজন্য মাতা পিতা থেকে শুরু করে জীবজন্তু পর্যন্ত হক আদায় করা পর্যন্ত সদ্ব্যবহারের অন্তর্ভুক্ত এবং নিজের মনকে সেভাবেই গড়ে তোর |
আমানতদারি
আসুন আমরা এই পোস্ট থেকে জেনে নিয়ে আমানতদারি সম্পর্কে কিছু কথা আমানতদারি হল বিশেষ একটা গুণ মানুষের আমানত ঠিকভাবে গচ্ছিত রাখা তা যথাযথভাবে আদায় করা আমানতদারি এমনকি কারো গোপনীয় কথা জানলে সেটা গোপন রাখা একটা আমানত দেয় |যেমন অনেকে বিভিন্ন অফিসে চাকরি করে ম্যানেজার বা বিভিন্ন পোস্টে তো সেখানকার যে যেই দায়িত্ব থাকে সেই দায়িত্বকে রক্ষণাবেক্ষণ করা পালন করা এটা তার উপরে আমানতদার কেউ যদি কারো দোকানে চাকরি রত থাকে বা দোকানে কাজ করে তাহলে দোকান দেখাশোনা করা দোকান ঠিকমতো চালানো তার আমানতদার সেখানকার টাকা পয়সা মাল সামানা ঠিকমতো দেখে রাখা এটা তার আমানত দান |
আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন শরীয়তের হুকুম দিয়েছেন বিজেপি রান দিয়েছেন সে বিধানগুলোকে আল্লাহতালার পক্ষ থেকে আমাদের কাছে আমানত সেগুলোর হক আদায় করা আমাদের জন্য ওয়াজিব |টাকা পয়সা আমানত কেউ যদি কোন কাজ দেয় ওই কাজ সম্পন্ন করা আমানত কারো কথা সেটাও আমার কাছে আমানত কারো কথা গোপন রাখা এটাও আমার কাছে আমানত কেউ যদি আমানতের খেয়ানত করে তাহলে সে কবিরা গুনার করল |
আত্মীয়তা রক্ষা করা
আসুন আমরা এই পোস্ট থেকে জেনে নিয়ে আত্মীয়তা রক্ষা করা সম্পর্ক কিছু কথা | আত্মীয়স্বজনের সাথে ভালো ব্যবহার করা আত্মীয়-স্বজনদের মধ্যে দাদা দাদি নানা-নানী হক পিতা মাতার সমতুল্য পিতা মাতাদের মতোই দাদা-দাদী নানা-নানী হক আদায় করতে হবে | চাচা ফুফা এরাও পিতার সমতুল্য হক রাখা যেন তাদের হক ছোট ভাইয়ের কাছে বড় ভাই পিতা সমতল। এছাড়াও ভাতিজা ভাতিজি ভাগ্নে ভাগ্নি আত্মীয়-স্বজনের স্বাভাবিকভাবে হক আদায় করা বা অধিকার সমূহ নিম্নরূপ
তাদেরকে ভালোবাসা তাদের সাথে সদ্ব্যবহার করা তাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া তাদের সাথে সাক্ষাৎ করা তাদের দ্বারা কোন কষ্ট পেলে সহ্য করা সবুর করা তাদের সাথে সব সর্বদা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ছিন্ন না করা তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা যেমন আর্থিকভাবে বা বিভিন্ন কাজে এবং তাদের সাথে সালাম-কালাম করা |যত আত্মীয়-স্বজন আছে তাদের সবার সাথে ভালো সম্পর্ক রাখা |
শশুর শাশুড়ি শালা ভগ্নিপতি জামাই পুত্রবধূ এবং যদি আগের কেউ টিকে থাকে যেমন সন্তান সন্ততি এদের সাথে ভালো ব্যবহার রাখা তাদের খোঁজখবর নেওয়া | হক বাইরের মানুষের চাইতে বেশি হয় এজন্য তাদের দেখভাল খোঁজখবর রাখা এমনকি তাদের সাথে সুসম্পর্ক রাখা ওয়াজিব অতএব শ্রেণীর সাথে সম্পর্ক রাখা একই পর্যায়ের |
স্নেহ মমতা ভ্রাতৃত্ববো
ন আসুন আমরা এই পোস্ট থেকেথেকে জেনে নেই স্নেহ মায়া মমতা ভ্রাতৃত্ববোধ সম্পর্কে | যারা উত্তম চরিত্রের অধিকারী হতে চান তাদের মধ্যে একটি বিশেষ গুণ থাকা চাই সেটা হল স্নেহ মমতা ভ্রাতৃত্ববোধ হৃদয় কমনীয়তা সবার জন্য মায়া মহব্বত ভালোবাসা আবেগ থাকা এটাকে ভ্রাতৃত্ববোধ বলে ময় মুরুব্বী গুরুজন শ্রদ্ধাভাজন ব্যাক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করাকে ভ্রাতৃত্ববোধ বলে আখ্যায়িত করা হয়েছে আর এসব যখন নিজের আত্নীয়স্বজনের গণ্ডি পেরিয়ে সব ধরনের মানুষের প্রতি মানুষ হিসেবে শ্রদ্ধাভাজন হয় তখন তাকে বলা হয় সর্বজনীন ভ্রাতৃত্ব এবং মুসলমানদের প্রতি বিশেষ করে নিবেদিত হলে বিশেষ করে সেটাকে বলা হয় ইসলামিক ভ্রাতৃত্ববোধ বলা হয় |
ভাতৃত্ববোধ সম্পর্কে হাদিসে বলা হয়েছে যে সমস্ত মানুষ একটা শরীরের মতো যদি কোন দেহের একটা অংশে ব্যথা হয় তাহলে পুরো শরীর সেটা অনুভব করতে পারে সেরকমভাবে মুসলমানের প্রতি মুসলমানের এরকম সহমর্মিতা ও একতা থাকা চাই |
সমস্ত মানুষ এক আল্লাহ তাআলার বান্দা সকলে এক আদমের সন্তান এবং এক পরিবার অন্তর্ভুক্ত এটা মনের মধ্যে
বদ্ধমূল করা তাহলে একে অন্যের প্রতি একতাবদ্ধতা এবং সহমর্মিতা গড়ে উঠবে হাদিসে পাকের মধ্যেও এরকম এসেছে যে তোমরা একই আল্লাহর বান্দা এবং তোমরা ভাই ভাইয়ের মতো থাকো বা জীবন যাপন করো |
ত্যাগ ও দানশীল
আসুন আমরা এই পোস্ট থেকে জেনে নেই ত্যাগ ও দানশীলতা সম্পর্কে কিছু কথা | কৃপণতার ঊর্ধ্বে হচ্ছে দানশীলতা আর দানশীলের তিনটি স্তর রয়েছে যেমন,
এই পরিমাণ অন্যের জন্য খরচ করা নিজ সাধ্যমত যাতে নিজের প্রয়োজন পুরা করতে গিয়ে সমস্যা সৃষ্টি হয় বা কোন রকম ব্যাঘাত ঘটে, এই পরিমাণ খরচ করা অন্যের জন্য |
অন্যকে এ পরিমাণ দান করা যে আপনার কাছে যাতে ওই পরিমাণ থাকে বা তার চাইতে কিছু কম হলেও থাকে পুরোপুরি শেষটা করে দাও কিছু হলে অবশিষ্ট থাকা |
নিজের প্রয়োজনের চাইতে অন্যের প্রয়োজনকে প্রাধান্য দেওয়া আপনার কোন কিছু প্রয়োজন পরছে সেটাকে গুরুত্ব না দিয়ে অন্যর প্রয়োজনকে মে টান এটাই হচ্ছে সর্বাত্মক ত্যাগ |
নিজের মধ্যে ত্যাগের অনুভব সৃষ্টি করা এটা আল্লাহ ও বান্দার হকের গুরুত্ব শিখতে হবেমনের মধ্যে কৃপণতা ও বখিলতা রাখা যাবেনা মনকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সুন্দর চরিত্রবান হতে হবে |
এছাড়া নিজের মধ্যে হায়্যা লজ্জা লজ্জা বড়দের ভক্তি শ্রদ্ধা ছোটদের স্নেহ করা ক্ষমা উদয় দেখানো ইনসাফ কায়েম করা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা কেননা পরিষ্কার-পরিচ্ছন্নতার ঈমানের অঙ্গ প্রতিশ্রুতি রক্ষা করা সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা এ সমস্ত ভালো কাজের সঙ্গে নিজেকে সবসময় নিয়োজিত রাখা |
শেষ ভাবনা
আমরা এই পোস্ট থেকে জানতে পারলাম সৎ চরিত্র সম্পর্কে কিছু কথা মানুষের জন্য সৎ চরিত্রবান হওয়া খুবই জরুরী এজন্য যারা সৎ চরিত্রবান হতে চান তারা এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন এবং এখান থেকে যারা উপকৃত হবেন তারা অন্যদের কাছে শেয়ার করবেন আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনের কাছে বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন ভুল ত্রুটি হলে মাফ করবেন ধন্যবাদ |
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url