শীতকালে ইন্ডিয়ার কোন দশটি জায়গা পর্যটকরা ভিড় করে
ভারত এমন একটি দেশ যেখানকার আবহাওয়া এক এক রাজ্যে এক এক রকমের জুমু এবং কাশ্মীরে তীব্র শীত অপরদিকে রাজস্থানে আবার গরম তীব্র রোধ।দেশ একই কিন্তু আবহাওয়া দুই রকম এরকম বিচিত্রময় প্রাকৃতিক পরিবেশ এরকম দেশে সাধ্য থাকলে কার না ঘুরে আসতে ভালো লাগে হ্যাঁ আমি যে দেশের কথা বলছি সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের সকলের ঘুরে আসা দরকার সেখানকার প্রাকৃতিক বৈচিত্র উপভোগ করা আমাদের সাধ্য থাকলে সবার দরকার। আজকেরে
এই আর্টিকেলে আমি আপনাদেরকে জানাবো শীতকালে ভারতের কিছু রাজ্য যেগুলোতে প্রতিবছর পর্যটক ভিড় করে। পর্যটন কেন্দ্র হিসেবে পর্যটকদের কাছে সুপরিচিত। যেখানে মানুষ ভিড় করে শীতের সময়গুলোতেও সেসব রাজ্যের সৌন্দর্যের কথা আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে।
পোস্ট সূচীপত্র
ভূমিকা
প্রিয় পাঠক আজকের এই পোস্টটিতে আমরা আপনাদের সামনে তুলে ধরব শীতকালে ইন্ডিয়ার কোন দশটি জায়গা পর্যটকরা ভিড় করে সে সম্পর্কে। জানতে হলে এই পোস্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তাহলে জানতে পারবেন এই দশটি জায়গা সম্পর্কে।
শীতে ইন্ডিয়ার দশটি পর্যটক এরিয়া
আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া প্রাকৃতিক পরিবেশ এবং জীববৈচিত্রের ভরা একটি দেশ সম্পর্কে বৈচিত্রের কথা সুন্দরীদের কথা যতই বলি না কেন কম হবে। কেননা সৃষ্টিকর্তা এই দেশে অসংখ্য নিয়ামত দান করেছেন তার মধ্যে জীববৈচিত্র্য প্রাকৃতিক সৌন্দর্য কানাই কানাই ভরিয়ে তুলেছেন এই দেশের সুন্দর। যার কারণে প্রত্যেক বছর এদেশে হাজারো লাখো পর্যটক প্রতি বছর ভিড় করে। আমরা আপনাদেরকে জানাতে চলেছি ইন্ডিয়ার কোন ১০ টি জায়গা পর্যটকরা শীতের সময় ভিড় করে সে সম্পর্কে। জানতে হলে আপনারা আমাদের সাথে এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন ধন্যবাদ।চলুন তাহলে দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই।
এই দশটি অঞ্চলের নাম এবং এই অঞ্চলগুলো সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হলো চলুন তাহলে আমরা জেনে নিই।
আন্দামান
পন্ডিচেরি
কর্ণাটক
মেঘালয়
কচ্ছের রণ
কেরেলা
রাজস্থান
আন্দামান
যারা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই অঞ্চলটির পর্যটকদের জন্য শীতকালে উপযুক্ত স্থান আন্দামান সমুদ্র উপকূলীয় এলাকা, যারা সমুদ্র পছন্দ করেন তাদের জন্য আন্দামান একটি উপযুক্ত জায়গা। যাদের সমুদ্র সৈকতে সময় কাটানোর আনন্দ উপভোগ করার চাহিদা বেশি তাদের জন্য এই জায়গাটি উপভোগ্য জায়গা। আন্দামান গ্রীষ্ম মন্ডলী এলাকা গ্রীষ্মকালে আন্দামান গরম থাকে এজন্য শীতকালে এখানকার আবহাওয়া খুবই উপভোগ করার মতো এবং আনন্দদায়ক শীতের সময় টাই এই দ্বীপের সবচাইতে উপযুক্ত ও উপভোগ করার মত সময়।
শীতকালে এখানে অসংখ্য ওয়াটার স্পোর্টস ও আলোক প্রদর্শনী পর্যটকদের আগ্রহ আরো বাড়িয়ে দেয় ।আর এখানকার প্রাকৃতিক পরিবেশ আরো সৌন্দর্য হয়ে ওঠে এখানকার ঠান্ডা হিমেল বাতাস শরীরকে আরো ফুরফুরা করে তোলে এজন্য শীতকালে এই জায়গায় ঘুরতে আসা সবচাইতে উপযুক্ত সময়।
পন্ডিচেরি
এই জায়গাটি ইন্ডিয়ার একটি সুন্দর জায়গা যে সম্পর্কে আমরা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি এই জায়গা দিয়ে ফ্রান্সে উপনিবেশ করা যেত। শীতে যারা ভারত ভ্রমণ করতে যাচ্ছেন পন্ডিচেরি তাদের জন্য উপযুক্ত একটি জায়গা ভ্রমণ করার জন্য হবে। শীতে সমুদ্র সৈকতে কিনারায় ভিজে পায়ে ঘুরে বেড়াতে যেমন চমৎকার লাগবে আবার ককটেলের চুমু দিয়ে শীতের এই সময়টাকে উপভোগ করতে খুবই মজা লাগবে।
এ শহরে রয়েছে সুন্দর ক্যাফে এবং রেস্তোরাঁ যেগুলোতে ঘুরে আসতে আপনাদের খুবই ভালো লাগবে এখানকার পরিবেশ গুলো আপনাদের কাছে চমৎকার লাগবে। প্রকৃতির শান্ত পরিবেশ যদি নিতে চান তাহলে আরেকটি জায়গা আছে সেখানেও ঘুরে আসতে পারেন জায়গাটির নাম হচ্ছে আরোহীল।
কর্ণাটক
কর্ণাটক ইন্ডিয়ার এমন একটি রাজ্য যে রাজ্যে বর্ষাকালে পানিতে থৈথৈ করে তবে শীতের সময় এ রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে অসংখ্য পর্যটক ভিড় করে। শীতকালে এ রাজ্য অবসর সময়টা লুফে নেওয়ার মতো জায়গা আপনারা যদি কর্ণাটক যান তাহলে হামপি নামের স্থানে ঘুরে আসতে পারেন কেননা এটিইউনেস্কোর ঐতিহাসিক স্থান। এছাড়া ঘুরে আসতে পারেন কিছু সামুদ্রিক এলাকা উপভোগ করতে পারেন সেখানকার সামুদ্রিক খাবার।
মেঘালয়
ভারত রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্যের ভরা একটি রাজ্য মেঘালয় মেঘালয় প্রদেশে রয়েছে প্রাচীন জলপ্রপাত নদী সমুদ্র লেকে ভরা একটি রাজ্য ।মেঘালয়ের সবুজ বনোরন পরিবেশ পর্যটকদের কে আকর্ষণ করে ।মেঘালয় ঘুরতে গেলে কখনো এ সমস্ত জায়গা ঘুরতে ছাড়বেন না সেগুলো হলো শিলং এ ঘুরবেন চেরিপঞ্জি লাইভইং রুট হাইকিং ব্রিজ ডাউকির সুন্দর ও স্বচ্ছ পানিতে নৌকো চেপে ঘুরতে কখনো ভুলবেন না।
কচ্ছের রন
ভারতের আরেকটি সুন্দর ও বিখ্যাত জায়গা আর এটি সুন্দর বিখ্যাত জায়গার হওয়ার কারণ সাদা পানির মরুভূমি হওয়ার জন্য। শীত মৌসুমে এই জায়গা গুলো ঘুরতে উপযুক্ত ও সুন্দর্য লুফে নেওয়ার সময় এমনকি রঙ উৎসব উপভোগ করার সময় হল অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ।এখানকার এই উৎসবের স্থানীয় খাবার খুবই মজাদার এবং কুয়াকাটার জন্য এটি এখানকার সেরা। রাতের বেলায় উঠে ভ্রমণ করার অভিজ্ঞতার উপভোগের ব্যাপার। এ জায়গাটিতে পর্যটকরা উটের পিঠে চড়বার জন্য ঘুরতে আসে শীতকালে।
কেরালা
শীতকালে ভারতের মধ্যে আরেকটি আকর্ষণীয় জায়গা ভারতের একটি রাজ্য ক্যারেলা। যারা অবসর সময়টাকে প্রাণবন্ত করতে সমুদ্র সৈকত বর্ণ পরিবেশ বন্যপ্রাণী অভয়ারণ্য সাফারি দর্শনীয় পাহাড় প্রাকৃতিক পরিবেশ যারা ভালবাসেন তাদের জন্য কর্ণাটক একটি উপযুক্ত ভ্রমণের স্থান। শীত মৌসুমে ইন্ডিয়ার কারনাটাকে পাবেন হাইজ বডের রাইড সবুজের সমরহ সবুজের বেলাভূমি চা বাগানে হাঁটার সুযোগব্যাক ওয়াটারে হায়েস বডে বা শিকার রাইডকেরালা গেলে আরেকটি বড় বিষয় সেটি হল কথাকলি নাচের পারফরম্যান্স দেখতে ভুলবেন না একদম না।
রাজস্থান
ইন্ডিয়ান আর একটি সুনামধন্য রাজ্য রাজস্থান যার যত সুনাম করা যায় সুনাম করে শেষ করা যাবে না এক কথায় সুনামের কোন ভাষা এই রাজ্যের নেই। এই রাজ্য প্রাচীন ইতিহাস ঐতিহ্য ও রাজা-মহারাজাদের রাজ্য উদয়পুরে রয়েছে মনোহর হ্রদযেখানে রয়েছে জয় সালামীরের মরুভূমি যা খুবই আকর্ষণীয়। রাজস্থান গ্রীষ্মকালে অতিরিক্ত গরম থাকে এই কারণে শীতকালে এই রাজস্থান ভ্রমণ করার উপযুক্ত সময়।
আরো পড়ুন: রাজশাহী শহরের নামকরা হোটেল গুলো
এখানে রয়েছে যোধপুর জয়পুর উদয়পুর প্রাচীন দুর্গ ও রাজপ্রাসাদ যা জশনে জুলুস ও জমজমাট সুন্দর্য বহন করে রয়েছে ।রাজস্থানের প্রাসাদ গুলো দেখলেই বোঝা যায় সে সময় রাজাদের রাজকীয় জীবন কেমন ছিল।
গ্যাংটক সিকিম
আসুন আমরা এই পোস্টের মাধ্যমে জেনে নেই গ্যাংটক সিকিম সম্পর্কে কিছু তথ্য আপনারা যারা শীতকালে ভ্রমণ করতে পছন্দ করেন বা শীতকালে আপনাদেরকে ঘোরাঘুরি করতে ভালো লাগে। তারা অবশ্যই রাজকীয় জায়গা গ্যাংটক সিকিমে অবশ্যই যাবেন। গ্যাংটক সিকিমের যে পরিবেশ আপনি এটা দেখে মুগ্ধ হয়ে যাবেন আপনার মনের মধ্যে প্রাণবন্ত ফিরে আসবে। দিনের বেলায় পাহাড়গুলো খুবই সুন্দর দেখায় কেননা উপহার গুলো পুরোটাই বড়পে ঢাকা থাকে বরফের পাহাড় গ্যাংটক সিকিমে রয়েছে । বরফের পাহাড়ে ঘুরতে যাদের খুব ভালো লাগে যারা পছন্দ করে তারা অবশ্যই গ্যাংটক সিকিমে যাবেন মিস করলে অনেক কিছু হারিয়ে।
গোয়া
গোয়ার সমুদ্র সৈকত বিখ্যাত ইন্ডিয়ার মধ্যে ঘুরতে গেলে শীতকাল আপনার জন্য উপযুক্ত হবে কেননা শীতকালে এখানকার ফুরফুরা বাতাস রাতের পরিবেশ এবং নাইট ক্লাবগুলো অনেক প্রাণবন্ত। গড় প্রাকৃতিক সৌন্দর্য ব্যাপক সুন্দর যেটা বলে শেষ করা যাবে না আপনি যদি আপনার জীবন সঙ্গিনীকে নিয়ে এখানে সময় কাটাতে চান তাহলে আপনার সময়টা সবচাইতে দামি হবে। সৌন্দর্য কথা বলে শেষ করা যাবে না সরাসরি সাধ্য থাকলে সেখানে যেতে হবে। তাহলে বুঝতে পারবো যে ইন্ডিয়ার গোয়া কত সুন্দর।
আউলি
চলুন আমরা এই আর্টিকেলের মাধ্যমে আউলি সম্পর্কে জেনে নিন ইন্ডিয়া শীতকালে বরফে ঘেরা থাকে। এবং এখানকার প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর ও প্রাণবন্ত মনে হয়। চারদিক মনে হয় ঘেরা একটা আলাদা পরিবেশ আপনারা যারা শীতে ভ্রমণ করার চিন্তা ভাবনা করেছেন সাধ্য থাকলে আপনারা ইন্ডিয়ার আউলিতে যাবেন।
শেষ কথা
সৃষ্টিকর্তা আমাদের এই পৃথিবী সৃষ্টি করেছেন তার নিজ কুদরতে এবং সে পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন আমাদের উপভোগের জন্য এই জন্য আমরা ভ্রমণের মাধ্যমে সৃষ্টিকর্তার নিয়ামত দেখবো আর তার শুকরিয়া আদায় করব আর এ সমস্ত পরিবেশগুলোতে যতই আমরা ভ্রমণ করব ততই সৃষ্টিকর্তাকে চিনবো। আপনাদের এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন প্রিয়জনদের কাছে শেয়ার করবেন ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url