নগদ একাউন্ট নিয়ে বিস্তারিত আলোচনা সমূহ
আমরা অনেকেই জানি নগদ একাউন্ট। খোলা সম্পর্কে। আবার অনেকেই জানিনা কিভাবে খুলতে হয় আমরা যারা জানি না তাদের জন্য আজকের এই পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে | কেননা আমরা আজকের এই পোস্টটিতে নগদ একাউন্ট খোলা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো |আমরা এই পোস্টে আপনাদেরকে জানাবো কিভাবে নগদ একাউন্ট খুলতে হয় কিভাবে টাকা দেখতে হয় কিভাবে একাউন্ট দেখতে হয় কিভাবে টাকা তুলতে হয় নগদ একাউন্ট হালনাগাদ এ সমস্ত বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি জানতে হলে আপনারা আমাদের সাথে এ পোস্টের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আশা করছি তাহলে আপনারা নগদ
একাউন্ট নিয়মসমূহ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন | আরেকটা বিষয় আপনাদেরকে জানানো প্রয়োজন সেটা হল নবদ অ্যাকাউন্ট খুললেই হবে না সেটা ভেরিফিকেশনও করতে হবে তা না হলে আপনারা বেশ কিছু কাঁদে সমস্যা ও ঝামেলা সৃষ্টি হতে পারে যেমন উপবৃত্তির টাকা নিয়ে সমস্যা হতে পারে আপনাদের এজন্য আপনাদেরকে ভেরিফিকেশন করতে হবে আগে হয়তো একাউন্ট ভেরিফিকেশনের জন্য কোন প্রয়োজন ছিল না কিন্তু এখন এখন ভেরিফিকেশন করা লাগে আর এটার জন্য টাচ মোবাইলের প্রয়োজন পড়ে। চলুন তাহলে দেরি না করে আমরা আমাদের বিস্তারিত আলোচনা শুরু করি |
পোস্ট সূচিপত্র
ভূমিকা
প্রিয় পাঠক নগদ মোবাইল ব্যাংকিং বাংলাদেশের একটি অন্যতম ডাক বিভাগীয় ডিজিটাল সেবা | আপনি আপনার ঘরে বসে অথবা যে কোন জায়গায় যে কোন মোবাইল অপারেটর দিয়ে এই নগদ একাউন্ট খুলতে পারে | যেকোন সিম বলতে গ্রামীণ সিম, রবি সিম, banglalink সিম টেলিটক সিম এয়ারটেল সিম ব্যবহারকারীগণ *167#এই সংখ্যাগুলো ডায়াল করে একাউন্ট খুলতে পারবেন এবং সহজে ব্যালেন্সও দেখতে পারবেন |চলুন তাহলে দেরি না করে আমরা আমাদের বিস্তারিত আলোচনা শুরু করি কিভাবে নগদ একাউন্ট খুলতে হয় এবং ভেরিফিকেশন করতে হয় বিস্তারিত জেনে নিন |
নগদ একাউন্ট খোলার নিয়মসমূহ
আসুন আমরা এ পোষ্টের মাধ্যমে জেনে নিই নগদ একাউন্ট খোলার নিয়ম নগদ একাউন্ট খুলতে হলে প্রথমে মোবাইল লাগবে। চাই বাটন হোক অথবা অ্যান্ড্রয়েড ফোন হোক যে কোন সিম লাগবে |আপনি নগদ একাউন্ট বাটন ফোনে খুলতে পারবেন আবার টাচ মোবাইল খুলতে পারবেন | আপনাকে দেখাও খুলতে হলে আপনার ফোনের ডায়াল অপশন আপনাকে যেতে হবে এরপর আপনার মোবাইল থেকে *167# এই সংখ্যাগুলো ডায়াল করতে হবে যদি আপনার সিমে পূর্বে থেকেই নগদ একাউন্ট খোলা থাকে তাহলে দেখে নেবে | আর যদি একাউন্ট খোলা না থাকে তাহলে Sit 4-Digit PINএই লেখাটি দেখাবে | এই লেখাটি দেখালে আপনি ৪ টা পিন নাম্বার দিতে হবে এমন চার সংখ্যার পিন নাম্বার দিবেন যেটা আপনার মনে থাকবে কখনো ভুলবেন না |
এই চারটি নাম্বার হবে আপনার পাসওয়ার্ড যেকোনো সময় যদি আপনি আপনার একাউন্ট দেখতে চান তাহলে লগইন করে দেখতে পারবেন তবে এই চারটি সংখ্যা খুব সহজ ভাবে যেমন 4444 বা 6666 এভাবে দিলে চলবে না চারটি সংখ্যা এমন ভাবে দিতে হবে যাতে ব্যতিক্রম বা আলাদা হয় যেমন 1356 এরকম ধরনের হতে পারে | আপনার মন মত বা ইচ্ছামত চারটি নাম্বার দেওয়ার পরে সেন্ড অপশনে ক্লিক করবেন কনফার্ম করার জন্য ওই চারটি নাম্বার আবার দিতে হবে এবং কোন মুনাফা পেতে চাইলে তা বেছে নিতে হবে এরপর send অপশনে ক্লিক করতে হবে তাহলে হয়ে যাবে আপনার নগদ একাউন্ট খোলা |
এখন আপনার নগদ একাউন্ট ভেরিফিকেশন এর পালা অর্থাৎ আপনাকে নগদ একাউন্ট ভেরিফিকেশন করতে বলবে।
কিন্তু আপনি যদি নগদ একাউন্ট ভেরিফিকেশন না করে রেখে দেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে |সঠিক নিয়মে আপনার নগদ একাউন্ট খোলা হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য আবার আপনি *167# ডায়াল করুন যদি সঠিকভাবে একাউন্ট খোলা হয়ে থাকে তাহলে Carrier Infoএটার মাধ্যমে সেন্ড মানি, ক্যাশ আউট মোবাইল রিচার্জ এই সকল অপশন গুলো এক থেকে আটের মধ্যে আছে কিনা সেটা দেখে নেবে |যদি সঠিকভাবে একাউন্ট খোলা না হয়ে থাকে তাহলে পুনরায় চারটি পিন নাম্বার আপনার কাছে চাইতে হবে এবং সে পিন নাম্বার আপনাকে পুনরায় দিয়ে খুলতে হবে |
অ্যাপের মাধ্যমে নবজ একাউন্ট খোলার নিয়ম
চলুন তাহলে আমরা এই আর্টিকেল এর মাধ্যমে জেনে নেই অ্যাপের মাধ্যমে নগদ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। নগদ একাউন্ট আপনাকেএফের মাধ্যমে খুলতে হবে যদি আপনি অ্যাপের মাধ্যমে না খোলেন তাহলে ভেরিফিকেশন হবে না আর ভেরিফিকেশন না হলে একাউন্ট ডিজেবল হয়ে যাবে এবং কোন ধরনের লেনদেন করতে পারবেন না | আপনি যদি অ্যাপসের মাধ্যমে ভেরিফিকেশন করতে না পারেন তাহলে আপনি এজেন্টের মাধ্যম দিয়ে ভেরিফিকেশন করে নিতে পারেন | প্রথমে আপনাকে প্লে স্টোরে গিয়ে নগদ একাউন্ট লিখে সার্চ করতে হবে। তারপর নবদ একাউন্টটি ডাউনলোড দিতে হবে তারপর অ্যাপসটি ওপেন করে নিতে হবে |
প্রথম ধাপ
প্রথমে অ্যাপস টি ওপেন করার পর রেজিস্টার করে নিতে হবে যদি রেজিস্টার করা থাকে তাহলে তাহলে মোবাইল নাম্বার দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে তারপর আপনার পাসওয়ার্ড দেবেন এরপর আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে একটি ওটিপিটি যাবে আপনার মোবাইলে যাওয়া ওটিপিটি মোবাইলে প্রেস করার পরে চাপ দিয়ে নগদেব সে প্রবেশ করুন আপনার একাউন্টটি ভেরিফিকেশন করা না থাকলে নিচে ডান পাশে দেখতে পাবেন থ্রি ডট সেখানে প্রেস করুন তাহলে আপনার প্রোফাইলটি সম্পূর্ণ দেখতে পাবেন |এরপর আপনি বাংলা করে নিতে পারবেন |
আরো পরুন:উপায় অ্যাকাউন্ট কিভাবে
কে আই সি জমা দিন এবং এনআইডি কার্ড দিয়ে ফর্ম পূরণ করে নেন |আপনার যদি পূর্বে থেকে রেজিস্টার করা না থাকে তাহলে রেজিস্টার অপশনে প্রেস করুন তারপর মোবাইল নাম্বারটি দিবেন |এরপর আপনি যে সিমটি ব্যবহার করেন সেই সিমটিতে প্রেস করে সিলেক্ট করুন পরবর্তী যে অপশন আছে সেই অপশনটিতে প্রেস করুন |
দ্বিতীয় ধাপ
দ্বিতীয় ধাপে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট করতে চান সে সম্পর্কে আলোচনা করব | একাউন্ট টাইপ অর্থাৎ কোন ধরনের আপনি অ্যাকাউন্ট চাচ্ছেন সে সম্পর্কে সেখানে অপশন থাকবে আপনি যদি রেগুলার সিলেক্ট করেন তাহলে আপনার জামা কিন্তু টাকার উপরে সুদ প্রদান করা হবে এবং আপনি যদি ইসলামিক সিলেক্ট করেন তাহলে আপনার জনকৃত টাকার উপরে কোন সুদ প্রদান করা হবে না | আপনার পছন্দ অনুযায়ী একটিতে টিক দিবেন এবং পরবর্তী অপশনে ক্লিক করবেন |
তৃতীয় ধাপ
এরপর আপনাকে একটি ছবি তুলতে হবে আপনার মোবাইলে এই ছবিটি চোখে চশমা ছাড়াই তুলতে হবে এবং তিনবার পলক ফেলতে হবে এমনকি আপনাকে সমস্ত নির্দেশনা মানতে হবে এবং কোন বাটনে বা কোথাও ক্লিক করার প্রয়োজন নেই এমনিতেই অটোমেটিক ভাবে ছবি উঠে যাবে তবে আপনাকে তিনবার পলক ফেলতে হবে যদি ছবি না ওঠে বা সমস্যা হয় তাহলে একটু পিছনে যাবেন এবং সমস্ত নির্দেশনা গুলো ভালোভাবে অনুসরণ করবেন এবং সুন্দরভাবে ছবি উঠাবেন যদি ছবি স্পষ্ট হয় তাহলে পরবর্তী অপশনে ক্লিক করবেন যদি ছবি সুন্দরভাবে না ওঠে তাহলে অপশনে গিয়ে ভালোভাবে ছবি উঠাতে হবে ছবি উঠানো হয়ে গেলে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে |
চতুর্থ ধাপ
চতুর্থ ধাপ সম্পর্কে আমরা জেনে নেই আপনার ফোনে একটি ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে আপনার ভেরিফিকেশন সম্পন্ন করুন যাচাই করুন তারপরে বাটনে ক্লিক করুন |এরপর আপনাকে পিনকোড অর্থাৎ পাসওয়ার্ড সেট করার জন্য বলা হবে এবং পাসওয়ার্ডটি হবে চার সংখ্যার প্রথমে পাসওয়ার্ড দেওয়ার পরে আবারো পাসওয়ার্ড দেয়ার জন্য অপশন আসবে সেখানেও সেই একই পাসওয়ার্ড দিতে হবে চার সংখ্যার এবং পরবর্তীতে সাবমিট বাটনে চাপ দিতে হবে |
৬ নম্বর ধাপ
এই ধাপে আপনাকে আপনাকে আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে ভেরিফিকেশন করতে হবে |এরপর আপনার এন আইডি কার্ডের ছবি উঠান উঠাতে হবে এখানে দুইটি ক্যামেরার অপশন দেখাবে প্রথমের অপশনটিতে ছবি তুলতে হবে | এনআইডি কার্ডের ছবিটি স্পষ্ট হবে উঠাইতে হবে যাতে এনআইডি কার্ডে লিখাগুলো পরিষ্কার ক্যামেরায় ওঠে | তারপরে আপনি অপশনে ক্লিক করবেন স্ক্যান করা সকল তথ্যগুলো দেখাবে এবং আপনার এনআইডি কার্ডের তথ্যগুলোই স্পষ্টভাবে দেখাবে |এরপর সকল তথ্যগুলো যাচাই বাছাই করে দেখে নিন যাতে কোন ভুল না হয়, ভুল থাকলে অপশনে গিয়ে ঠিক করে পরবর্তী অপশনে প্রেস করুন |
সপ্তম ধাম
অপশন থেকে আপনার লিঙ্গ নির্ধারণ করুন লেনদেনের উদ্দেশ্য হয়ে থাকলে ব্যক্তিগত সিস্টেম করবেন আপনার পেশা কি সেটা সিলেক্ট করুন এবং পরবর্তী অপশনে প্রেস করুন | আপনাকে আবারও ছবি উঠাতে বলতে পারে ছবি উঠাতে বলে থাকলে ছবি উঠাবেন এবং একটা বিষয় মনে রাখবেন যে নিজের উঠানো ছবি থেকে ছবি উঠাবেন না | সরাসরি ছবি উঠাবেন এবং আপনার অন্যান্য তথ্য থাকলে তথ্যগুলো দিবেন যদি অন্যান্য তথ্য না থাকে তাহলে স্ক্রিপ্ট করবেন |
অষ্টম ধাপ
এখানে আপনার স্বাক্ষরের অপশন আসবে সেখানে লেখা থাকবে আমি নগদের শর্ত বলি সাথে একমত এখানে টিক দিবেন এবং আপনি স্বাক্ষর করবেন | স্বাক্ষর যেন ভুল না হয় স্পষ্ট হয় আঁকাবাঁকা যেন না হয়ে যায়। যদি এরকম হয়ে যায় তাহলে মুছুন অপশনে গিয়ে মুছে ফেলতে হবে এবং আবার লিখতে হবে | এরপর পরবর্তী অপশনে ক্লিক করতে হবে |
নবম ধাপ
এরপর যে অপশনটি আসবে সেটা আপলোড স্ট্যাটাস অপশনটি আসবে আপনার সবকিছু ঠিকঠাক থাকলে আপনার আপনার এনআইডি ও ছবির পাশে সফল লেখা দেখতে পাবেন পরবর্তী অপশনে আপনি ক্লিক করলে আপনার সকল তথ্য দেখাবে এক নজরে সবগুলো দেখে যদি মনে হয় যে আপনার কোন জায়গায় ভুল হয়েছে তাহলে সে অপশনটি আপনি ঠিক করে নিতে পারেন | যদি আপনার সমস্ত তথ্য গুলো সব কিছুই ঠিকঠাক থাকে তাহলে পরবর্তী অপশনে ক্লিক করে আপনার কাজ শেষ এখন ভেরিফা হয়ে গেছে |
নগদ একাউন্ট হালনাগাদ এর নিয়ম
প্রথমে আমি আপনি একটি অ্যাপস ডাউনলোড করবেন তারপর ডাউনলোড করা অ্যাপস এ পাসওয়ার্ড দিবেন লগইন করবেন তারপর ডান পাশে থ্রি ডট এ ক্লিক করলে বেশ কিছু অপশন আসবে ওইখান থেকে কে ওয়াই সি জমা দিয়েনতারপর অপশনে ক্লিক করুনতারপরে উপরে ছয় এবং নয় চ্যাপ্টার অনুসরণ করুন |
নগদ একাউন্ট দেখার নিয়ম
নগদ একাউন্ট টাচ মোবাইল দিয়ে দেখা যায় বাটন ফোনে দেখা যায় একই নিয়ম তবে টাচ মোবাইলে সফটওয়্যারের মাধ্যমে দেখা যায় | চাই বাটন ফোন হোক অথবা অ্যান্ড্রয়েড ফোন হোক দেখার সিস্টেম একই ডালে গিয়ে * 167# এই নাম্বারটি ডায়াল করতে হবে ডায়াল করার পর আটটি অপশন দেখতে পাওয়া যাবে যদি এই সিমে নগদ খোলা থাকে তাহলে সেই অপশনগুলো হল
1.Cash out ক্যাশ আউট এর মাধ্যমে আপনি নগদ থেকে এজেন্টের মাধ্যমে আপনার একাউন্টে থাকা টাকা ক্যাশ আউট করতে পারবেন অর্থাৎ টাকা উত্তোলন করতে পারবেন |
2.Send Money সেন্ড বানি মানে আপনি এর মাধ্যমে টাকা পাঠাইতে পারবেন এজেন্টের মাধ্যমেও আবার এজেন্ট ছাড়াও নিজে |
3.Mobile Recharge এই অপশনের মাধ্যমে আপনি যে কোন মোবাইল নাম্বারে রিচার্জ করতে পারবেন |
4.payment এই অপশনের মাধ্যমে আপনি কোথাও কোনো কিছু কিনলেন পেমেন্ট করতে পারবেন এবং ডিসকাউন্ট ও দিবে আপনার |
5.EMI payment এই অপশনটির মাধ্যমে আপনি যে কোন প্রতিষ্ঠানে টাকা ডোনেশন হিসাবে দিতে পারবেন দান করতে পারবেন |
7.My Nagad এই অপশনটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই অপশন দিয়ে ব্যালেন্স চেক করা যায |
8.PIN Reset এ অপশনে গিয়ে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করা লাগলে পরিবর্তন করতে পারবেন |
নগদে টাকা দেখার নিয়ম
আপনারা যারা নগদে টাকা দেখতে চান তাদের জন্য এপসনটি অনেক সহজ শুধু জানতে হবে। আপনাদেরকে জানানোর জন্য আজকে আমি আর্টিকেলটি লিখতে শুরু করেছি, চলুন তাহলে জেনে নিন। নগদ একাউন্টে টাকা দেখার নিয়ম। মোবাইল এবং অ্যাপসের মাধ্যমে নগদে টাকা দেখা যায় মোবাইলে টাকা দেখতে হলে আপনাকে ডায়াল করতে হবে *167*7*1ডায়াল করলে আপনার একাউন্টে কত ব্যালেন্স রয়েছে তা দেখতে পাবে | আর এপস এর মাধ্যমে দেখতে হলে প্রথমে চার সংখ্যার পিনকোড দিয়ে লগইন করুন এবং প্রথম অপশনটিতে চাপ দিয়ে ক্লিক করার পর মোবাইল নাম্বার দিয়ে আবার ক্লিক করুন তাহলে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন |
নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ
নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করা অতীব সহজ দুই ভাবে মোবাইল রিচার্জ করা যায় একটা অ্যাপসের মাধ্যমে আরেকটা হল যে *167# ডায়াল করে মোবাইল রিচার্জ করা যায় | নগদ অ্যাপস এর মাধ্যমে যদি আপনি মোবাইল রিচার্জ করতে চান তাহলে পূর্বের ন্যায় আপনাকে নগদ্যাপসে লগইন করে মোবাইল রিচার্জ অপশনে গিয়ে ব্যাপক লেখা অপশনে যে নাম্বারে টাকা রিচার্জ করবেন সেই নাম্বারটি অপারেটরটি যুক্ত করবেন চাই বাংলা লিংক সেটা বাংলা লিংক হতে পারে গ্রামীণ এয়ারটেল টেলিটক বাছাই করতে হবে পরবর্তী ধাপে কত টাকা রিচার্জ করবেন সেই পরিমাণ বসিয়ে পরবর্তী অপশনে ক্লিক করে এগিয়ে | শেষে ৪ ডিজিটের পিন কোড বসিয়ে শেষ করতে হবে |
যারা নগদ্যাপস ব্যবহার করে না অথবা বাটন ফোন ব্যবহার করে তারা কিভাবে নগদ থেকে মোবাইলে রিচার্জ করবে।
তারা প্রথমে কিপ্যাড থেকে *167# ডায়াল করবে, ডায়াল করার পরে সিরিয়ালে আটটা মেনু ভেসে উঠবে। সেখান থেকে তিন নাম্বার অপশনটি মোবাইল রিচার্জ এর অপশন দেখাবে সেটিতে ক্লিক করবে। সেখানে মোবাইল অপারেটর এর কাজটি অপশন থাকবে যে অপারেটরে আপনি টাকা রিচার্জ করতে চান সেই অপারেটিভটি বেছে নিবেন টাকার পরিমান বসিয়ে নগদের চাট ডিজিটের পিন কোড বসিয়ে মোবাইল রিচার্জ পদ্ধতি শেষ করবে |
শেষ কথা
আজকের এই আর্টিকেলে আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করেছি নগদ অ্যাপে টাকা দেখার নিয়ম কিভাবে মোবাইলে রিচার্জ করতে হবে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এ সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি আপনাদের যাদের ভালো লেগেছে তারা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়-স্বজনের কাছে শেয়ার করবে ধন্যবাদ |
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url